নগরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

0
স্টাফ করেসপন্ডেন্ট | নগরের আগ্রাবাদে ত্রি হুইলার উল্টে রায়হান সুলতান রিয়াদ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আগ্রাবাদের ডবলমুরিং থানাধীন চট্টগ্রাম বেতার ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

রায়হান সুলতান রিয়াদ লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সৈয়দ বাড়ির বাসিন্দা। তার বাবার নাম মো. টিপু সুলতান।

রিয়াদ চট্টগ্রাম কাস্টম হাউজে চাকরি করেন বলে জানান তার খালাতো ভাই মো. জুবায়ের। তিনি বাংলানিউজকে বলেন, দুর্ঘটনার পর চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার আগেই রিয়াদ মারা যান।

ডবলমুরিং থানার উপ পরিদর্শক (এসআই) মো. সৈয়দ আলম বলেন, সকালে আগ্রাবাদ বেতার ভবনের সামনে একটি ত্রি হুইলার উল্টে গেলে এতে চাপা পরে রিয়াদ নামের ওই যুবক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share.

Leave A Reply