নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে ৩ হাজার লিটার চোলাই মদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ ডিসেম্বর) রাতে চন্দ্রঘোনা ইউনিয়নের মিশন এলাকার থানাঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে ৩ হাজার লিটার চোলাই মদসহ একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয় দুই ব্যক্তিকে, পালিয়ে যায় চার ব্যক্তি। যাদের গ্রেপ্তার করা হয় ,তাঁরা হলেন আনু প্রু মারমা (৪৭) ও সায়মং মারমা (২৫)। তাঁদের বাড়ি একই উপজেলার রাইখালী ইউনিয়নের ডলুছড়ি এলাকা। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে গ্রেপ্তার দুই ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে মদের চালান আটক করা হয়। ইঞ্জিন চালিত নৌকায় মদ পাচারের সময় গ্রেপ্তার করা দুই ব্যক্তি পালানোর চেষ্ঠা করে। অভিযানের খবর পেয়ে আরো ৪ জন পালিয়ে। গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।”
নদীপথে পাচারকালে ৩ হাজার লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২
0
Share.