চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরকিশার মুখোমুখি সংঘর্ষে আহমেদ উল্লাহ (৩০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।আজ শনিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পটিয়া থানার এবাদত খানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সানজানা খানম বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় আহত ৪ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এর মধ্যে একজনের মাথায় মারাত্মকভাবে আঘাত পেয়েছেন।ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। এছাড়া আরও ৩ জনের আঘাত গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক মোহাম্মদ আলী বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী মাইক্রোবাস ও বিপরীত দিকে থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ৪ জন গুরুতর আহত হন।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে।