পৃথক অভিযানে ১৭ মাদকসেবীকে কারাদণ্ড-জরিমানা

0

নিজস্ব প্রতিবেদক :  নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে  ১৭ জন মাদকসেবীকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।  আজ সোমবার (৯ নভেম্বর) সকাল ১০ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসেনের নেতৃত্বে পরিচালিত নিয়মিত অভিযানে এই দণ্ড দেয়া হয়।

চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মেট্টোর উপ-পরিচালক রাশেদুজ্জামান বলেন, ‌‌‘ম্যাজিস্ট্রেট সাথে নিয়েই নগরীর বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৭ জন মাদকসেবীকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়। অপরদিকে কোতোয়ালীর নুর আহম্মদ সড়ক থেকে ২ হাজার পিস ইয়াবাসহ নুরুল আলম নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। সে টেকনাফের বাসিন্দা।

Share.

Leave A Reply