কক্সবাজার প্রতিনিধি।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের ঝুমপাড়া এলাকায় এ ঘটে। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত মিন্টু মিয়া বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি গ্রামের আহমেদ হোসেনের ছেলে।
টৈটং ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ কাসেম বলেন, ঝুম পাড়া এলাকার নুরুল কবিরের সাথে মোঃ খোকনের মধ্যে টৈটং ছড়া থেকে বালু উত্তোলন নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে নিহত মিন্টুসহ একদল যুবক খোকন পক্ষের জয়নালের বাড়িতে গিয়ে শাসায়।
এসময় দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে জয়নালের স্ত্রী ফরিজা খাতুন ও ভাই হাবিবউল্লাহ আহত হয়েছেন। পরে জয়নালের পক্ষের লোকজন মিন্টুকে ধাওয়া করে ধরে ফেলে। এসময় তাঁকে এলোপাথাড়ি কুপিয়ে ডান হাত বিচ্ছিন্ন ও মাথায় গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এব্যাপারে পেকুয়া থানার ওসি কানন সরকার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খুনের ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।