প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানের চেক পেল ২৬ বৌদ্ধ বিহার

0

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৫ লাখ টাকার বিশেষ অনুদানের চেক পেয়েছে ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলার ২৬টি বৌদ্ধ বিহার। সোমবার (৭ জানুয়ারি) সকালে নানুপুর চন্দ্রজ্যোতি বিহার প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে অনুদানের এসব চেক বিতরণ করা হয়। এই উপলক্ষে ফটিকছড়ি উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজের সভাপতি গৌতম সেবক বড়–য়া। প্রধান অতিথি ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়–য়া। বিশেষ অতিথি ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রঞ্জন বড়–য়া, চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেনন মাতৃসদন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. প্রীতি বড়–য়া, পাক্ প্রাথমিক শিক্ষা পরিদর্শক গোলাম মোস্তফা, ফটিকছড়ি উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজের সহ-সভাপতি আশিষ বড়–য়া, সাধারণ সম্পাদক ধনঞ্জয় বড়–য়া রুবেল, যুগ্ম সম্পাদক সুকান্ত বড়–য়া, সহ-সাংগঠনিক সম্পাদক কেন্টু বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা অলক বড়–য়া, রঞ্জিত বড়–য়া, সনৎ বড়–য়া প্রমুখ।

Share.

Leave A Reply