নিজস্ব প্রতিবেদক। পটিয়া উপজেলার বাইপাস সড়ক এলাকায় অভিযান চালিয়ে ৯০ লক্ষ ৩০ হাজার টাকার মূল্যের ৩০হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৭। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়।
আজ ১৬ মার্চ মঙ্গলবার সকাল ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. নুরুল আলম উকিয়া উপজেলার কুতুপালং এলাকার মো. কাইসার উদ্দিনের ছেলে ও মো. কাইসার উদ্দিন একই এলাকার মো.নুরুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, কিছু মাদক ব্যবসায়ী একটি পিকআপ যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার হতে চট্টগ্রাম এর দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার সকাল ১০ টায় একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন পটিয়া বাইপাস সড়কের পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে।
এসময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি পিকআপ এর গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা পিকআপটিকে থামানোর সংকেত দিলে পিকআপটি র্যাবের চেকপোস্টের সামনে থামিয়ে পিকআপ থেকে নেমে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্য ধাওয়া করে ড্রাইভার মোঃ নুরুল আলম ও হেলপার মো.কাইসার উদ্দিন কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানো ও সনাক্তমতে পিকআপের উপরে বাধা একটি স্পেয়ার চাঁকার ভিতরে সু-কৌশলে রক্ষিত অবস্থায় ৩০,১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহারিত পিকআপটি (চট্ট-ন-১১-৬৫৬২) জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তার দীর্ঘ দিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৯০ লক্ষ ৩০ হাজার টাকা এবং জব্দকৃত পিকআপ এর আনুমানিক মূল্য অনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা।
তিনি আরো জানান, গ্রেফতার নুরুল আলম ও কাইসার উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।