ফটিকছড়িতে নির্বাচনী সহিংসতায় প্রাণ গেল ব্যবসায়ীর

0

চট্টগ্রামের ফটিকছড়ির লেলাং ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ডে ভোট চলাকালীন সময়ে সহিংসতায় মো. শফি (৪৩) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত শফি গোপালঘাটা নুরুল হক কেরানীর বাড়ির ফজলুল হকের ছেলে।আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটায় গোপালঘাট এম আর সি সরকারি প্রথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ভোটকেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক স্থগিত করা হলেও আধা ঘণ্টা পর আবার চালু করা হয়েছে। জানা যায়, দুপুর আড়াইটার দিকে গোপালঘাট এম আর সি সরকারি প্রথমিক বিদ্যালয় কেন্দ্রে হঠাৎ দুই ইউপি সদস্য প্রার্থীর মধ্যে গণ্ডগোল শুরু হয়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টা করে। এ সময় ছুরিকাঘাতে শফি নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজমগীর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share.

Leave A Reply