ফ্রান্সে মহানবী (দ.)’র প্রতি অবমাননাকর কল্পিত ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জমাআ’ত বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আয়োজিত গণজমায়েত ও বিক্ষোভ মিছিলে বিশ্বব্যাপী ফ্রান্স বয়কটের ডাক দেয়া হয়েছে।শুক্রবার (১৩ নভেম্বর) চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ চত্ত্বরে গণজমায়েত ও বিক্ষোভ মিছিলে বক্তারা এ ডাক দেন। বক্তারা বলেন-
রাসূলে করিম সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম মুসলমানদের ঈমানের মুলভিত্তি। বিশ্বমুসলিমের কাছে প্রিয়নবী (দ.)’কে নিজ প্রাণের চেয়েও বেশি প্রিয় উল্লেখ করে ফ্রান্সের প্রেসিডেন্ট এমন্যুয়েল ম্যাক্রো বাক স্বাধীনতার নামে প্রিয়নবী (দ.)’র কল্পিত ব্যঙ্গচিত্র প্রদর্শনকে সমর্থন দিয়ে মুসলমানদের অন্তরে উত্তেজনার পারদ ঢেলে দিয়েছেন মর্মে তারা অভিযোগ করেন। এজন্য ফ্রান্সের সকল পণ্য সামগ্রী বর্জন ও বয়কটের মাধ্যমে সমুচিত জবাব দিতে বক্তারা বিশ্বব্যাপী মুসলিমদের প্রতি আহবান জানান।
আহলে সুন্নাত ওয়াল জমাআ’ত বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি আল্লামা শাহ্ নূর মোহাম্মদ আল-কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত গণজমায়েতে গাউসিয়া কমিটি বাংলাদেশ’র চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ কমিশনারের উদ্বোধনী বক্তব্য রাখেন।
বক্তব্য রাখেন, মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান আল্লামা এম. এ. মান্নান, মহাসচিব আল্লামা এম. এ. মতিন, আহলে সুন্নাত ওয়াল জমাআ’ত বাংলাদেশ’র মুখপাত্র এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার, স্ট্যান্ডিং কমিটির সদস্য আল্লামা স.উ.ম. আব্দুস সামাদ, প্রেসিডিয়াম সদস্য জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার প্রধান মুহাদ্দিস হাফেজ সোলাইমান আনছারী, মুহাদ্দিস আল্লামা হাফেজ আশরাফুজ্জামান আলকাদেরী। মাওলানা জামেউল আখতার আশরাফি ও মাওলানা আব্দুন নবী আল-কাদেরীর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন – আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব আল্লামা অধ্যক্ষ ইসমাইল নোমানী, প্রকাশনা সচিব অধ্যক্ষ আবু তালেব বেলাল, সহ-প্রকাশনা সচিব মুহাম্মদ এরশাদ খতিবী, মিডিয়া সমন্বয়ক মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, চট্টগ্রাম মহানগর ইসলামী ফ্রন্ট’র সহ-সভাপতি মাওলানা আ.ন.ম তৈয়ব আলী, অর্থ-সম্পাদক মুহাম্মদ দস্তগীর আলম।
বক্তারা বাংলাদেশ জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণ, জাতিসংঘে নিন্দা প্রস্তাব পাশের মাধ্যমে বিশ্ব মুসলমানদের ঈমানী চেতনা সংরক্ষণে এবং ও.আই.সি, আরবলীগের মাধ্যমে বিশ্বমুসলিম নেতৃত্ব সহকারে সমন্বয়কের দায়িত্ব নেওয়ার জন্যে বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানান।