বাঁচানো গেল না গুলিবিদ্ধ সেই হাতিকে

0

নিজস্ব প্রতিবেদক

রামু উপজেলা প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা শাহজাদা মোহাম্মদ জুলকারনাইন বলেন, হাতিটির পায়ে ও দেহের বিভিন্ন স্থানে ৮টি গুলির জখম রয়েছে। এর মধ্যে সামনের পা কেটে দুটি গুলি বের করা হয়েছে।

কক্সবাজার উত্তর বন বিভাগের জোয়ারিয়ানালা বন রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, বন্য হাতিকে কারা গুলি করেছে, এখনো শনাক্ত করা যায়নি। জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

১৫ নভেম্বর রামু দক্ষিণ মিঠাছড়ির খরলিয়া ছড়ার শাইরার ঘোনা এলাকায় গুলি ও বৈদ্যুতিক শক দিয়ে মেরে ফেলা হয় অপর একটি বন্য হাতি। পরে ময়নাতদন্তের পর হাতিটি পুঁতে ফেলা হয়।

পরিবেশবিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘এনভায়রনমেন্ট পিপল’ বলছে, কক্সবাজারের বনাঞ্চলে ১০ দিনের ব্যবধানে তিনটি বিপন্ন এশিয়ান হাতিকে গুলি করে হত্যা করা হয়েছে। এটা উদ্বেগজনক। যে কোনো মূল্যে এটা বন্ধ করতে হবে।

Share.

Leave A Reply