রাঙামাটি প্রতিনিধি।
রাঙামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের পাকুইজ্জাছড়ি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে রতন প্রিয় চাকমা ওরফে ধিমান চাকমা (৩৫) নামে জেএসএস (সংস্কার) দলের একজন নিহত হয়েছেন।
শনিবার (৬ ডিসেম্বর) রাত ২টার দিকে নিজ বাড়িতে রতন প্রিয় ওরফে ধিমান চাকমাকে উদ্দেশ্য করে পায় ৩৫/৪০ রাউন্ড গুলিবিবর্ষণ করে সন্ত্রাসীরা। এতে ঘটনা স্থলেই ধিমান চাকমা মারা যায়।
ধিমান চাকমা পাকুইজ্জাছড়ি এলাকার বৌদ্ধ মঙ্গল চাকমার ছেলে।
জানা যায়, নিহত রতন ওরফে ধিমান চাকমা নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চারমার দেহরক্ষী। তিনি গতকাল সন্ধ্যায় ছুটিতে বাড়ি এসেছিলেন।
বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
এদিকে এই ঘটনায় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। বিজিবি মারিশ্যা জোনের সদস্যরা এলাকাটি ঘিরে তল্লাশি চালাচ্ছে। বাঘাইছড়ি উপজেলায় গত দুই বছরে এ ধরনের সন্ত্রাসী হামলায় প্রায় ১৫ জন নিহত হয়েছে।