বায়েজিদে আগুনে পুড়ল গার্মেন্টস এক্সেসরিজ কারখানা

0

স্টাফ রিপোর্টার ।

নগরীর বায়েজিদ বোস্তামি এলাকায় একটি গার্মেন্টস এক্সেসরিজ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি গাড়ি দীর্ঘ সাড়ে ৭ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

বুধবার (১৬ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে প্রিমিয়ার এক্সেসরিজ নামে ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে চট্টগ্রাম নিউজকে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম।

তিনি বলেন, বায়েজিদ বোস্তামি থানার শেরশাহ বাংলাবাজার এলাকায় প্রিমিয়ার এক্সেসরিজে রাত ১০টা ৪৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বায়েজিদ বোস্তামি ও আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের পাঁচটি গাড়ি প্রায় সাড়ে সাত ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তৌফিকুল ইসলাম জানান, প্রতিষ্ঠানটিতে গার্মেন্টসের সূতা, কার্টনসহ বিভিন্ন এক্সেসরিজ তৈরি করা হতো। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে বলা যাবে।

Share.

Leave A Reply