নিজস্ব প্রতিবেদক।
নগরীর বায়েজিদ বোস্তামী থানার মুক্তিযোদ্ধা কলোনিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে মো. ইমন (২৭) নামে একজন নিহত হয়েছে |আজ ৭ মার্চ রোববার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত মো. ইমন বায়েজিদ মুক্তিযোদ্ধা কলোনি এলাকার নুর কাশেমের ছেলে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ছুরিকাঘাতে আহত এক যুবককে রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ইমন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী চট্টগ্রাম সরকারি পলিটেকনিক কলেজের সাবেক ছাত্রলীগ নেতা মো. মহিউদ্দীনের কর্মী হিসেবে এলাকায় পরিচিত।
বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, মুক্তিযোদ্ধা কলোনীতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে মো. ইমন নামে একজন নিহত হয়েছে। ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।