বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে দুই বন্দিকে মুক্তি দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার রফিকুল ইসলাম জানান, স্বরাষ্ট্র মন্ত্রলায় থেকে মুক্তির আদেশ সংক্রান্ত আদেশ আসার পর গতকাল বিকালে মোহাম্মদ সেলিম এবং মো. মোজাম্মেল হক নামে দুই বন্দিকে মুক্তি দেওয়া হয়।
মুক্তি পাওয়া সেলিমের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আলীনগর এলাকার পাহাড়তলী গ্রামে। তার বাবার নাম আব্দুর রহমান। তিনি ২০০৭ সালে সাতকানিয়া থানায় দায়ের করা একটি মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন।
অপরদিকে একই আদেশে মুক্তি পাওয়া মো. মোজাম্মেল হকের বাড়ি লোহাগাড়া উপজেলার উত্তর পানত্রিশ গ্রামে। তার বাবার নাম রহমত উল্লাহ। তিনিও ২০০৭ সালে লোহাগাড়া থানায় দায়ের করা একটি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে বন্দি ছিলেন।
বিজয় দিবস উপলক্ষে লঘু অপরাধে সাজাপ্রাপ্ত এই দুইজনের মুক্তি দেয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়েছিল কারাগারের পক্ষ থেকে।