রোদে শুকানো কাপড় নিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঝলসে গেছে মো. মাহাবুব হোসেন (৩০) নামে এক পুলিশ সদস্য। তাঁকে ঢাকা শেখ হাসিনা বার্ণ ও প্লাষ্টিক সার্জারি ইন্ষ্টিটিউটে নেয়া হয়েছে। রোববার (১৪ মার্চ) সন্ধ্যার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এই ঘটনা ঘটে। আহত মাহাবুব চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) রাঙ্গুনিয়ায় কর্মরত একজন সদস্য।
জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাহবুব মিল্কি বলেন, “ পুলিশ সদস্য মাহাবুব পরিবার নিয়ে রাঙ্গুনিয়া থানা সদরে বহুতল ভবনে ভাড়া থাকেন। তাঁর ব্যবহৃত শুকানো কাপড় ভবন থেকে রেলিংয়ে পড়ে যায়। বাসার জানালা দিয়ে স্টীলের পাইপ দিয়ে কাপড়টি নিতে গেলে ভবনের পাশের বৈদ্যুতিক তারে লেগে বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। অবস্থা অবনতি হওয়ায় ওই পুলিশ সদস্যকে ঢাকা শেখ হাসিনা বার্ণ ও প্লাষ্টিক সার্জারি ইন্ষ্টিটিউটে পাঠানো হয়েছে। তাঁর হাত, গলা, বুক, পা ও শরীরের বিভিন্ন অংশে ঝলসে গেছে।
জানতে চাইলে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. রবিউল হোসেন বলেন, “ আহত পুলিশ সদস্যের ৪০ শতাংশ পুড়ে গেছে। তাঁকে হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে।
রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুৎ কার্যালয়ের উপ-ব্যবস্থাপক (রক্ষণাবেক্ষণ) জুয়েল দাশ বলেন, “ পুলিশ সদস্য অসাবধানতাবশত ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনে বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছেন। বিদ্যুৎতায়িত হওয়ার সাথে স্বয়ংক্রিয়ভাবে লাইনের সার্কিট ব্রেকার পড়ে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে যায়। ”
বিদ্যুতায়িত হয়ে আহত পুলিশ সদস্যকে নেয়া হয়েছে ঢাকা বার্ণ ইনষ্টিটিউটে
0
Share.