বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী উপজেলার মধ্যম শাকপুরায় আগুনে পুড়ে ভস্মীভূত কালাম কলোনীর ২২ বসতঘর।
শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মধ্যম শাকপুরার আবুল কালামের কলোনীতে আগুন লাগে।
বোয়ালখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার মোস্তাফিজুর রহমান জানান, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে কলোনীর ২২টি কক্ষ পুড়ে যায়। এতে আনুমানিক ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কলোনীর মালিক আবুল কালাম বলেন, কলোনীতে একটি মাছের গুদাম ও একটির মুদির দোকান ছিলো। অন্যান্য ঘরগুলোতে ভাড়াটিয়ারা রয়েছে। তিনি দাবি করেন, আগুনে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।