রাঙামাটি প্রতিনিধি।
আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলার রাজবিলা ইউনিয়নের সীমান্তবর্তী বাঙালহালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পাথরবোঝাই ট্রাক পার হওয়ার সময় বেইলি ব্রিজ ভেঙে একটি ট্রাক খালে পড়ে যায়। এতে রাঙামাটির সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
খবর পেয়ে সেনাবাহিনী ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় এক ট্রাক চালকে উদ্ধার করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার চৌধুরী। তিনি বলেন, অতিরিক্ত পাথরবোঝাই একটি ট্রাক ব্রিজ দিয়ে পার হওয়ার সময় ব্রিজটি ভেঙ্গে ট্রাকসহ খালে পড়ে যায়।
ফলে রাঙামাটির সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছি হয়ে পড়ে। ব্রিজটি মেরামতের জন্য সড়ক ও জনপথ বিভাগের লোকজন এসেছেন। দ্রুত সড়কটি চালু করার চেষ্টা চলছে।