স্টাফ করেসপন্ডেন্ট | চট্টগ্রাম: কাজ করার সময় একটি ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে মো. সৈয়দ নুর নামে ২৪ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
সৈয়দ নুর মদুনাঘাট ইউনুছিয়া মাদ্রাসার প্রথম বর্ষের ছাত্র। তার পিতার নাম নুরুল আবছার।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, একটি তিন তলা ভবনের দ্বিতীয় তলা থেকে পরে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়ালেখা করে। গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।