মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে নামছেন জেলেরা

0
নিষেধাজ্ঞা শেষে সাড়ে তিন মাস পর রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকারে নামছেন জেলেরা। বুধবার (১৭ আগস্ট) দিবাগত মধ্যরাত থেকে হ্রদে মাছ ধরা শুরু করবেন। ইতোমধ্যে জেলেরা সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। চিরচেনা রূপে ফিরছে জেলার সবচেয়ে বড় মৎস্য অবতরণ ঘাট। কর্মচাঞ্চল্য বেড়েছে বিএফডিসি ঘাটে। ব্যবসায়ীদের আশা, এ বছর আশানুরূপ মাছ শিকার করতে পারবেন তারা।
কার্প জাতীয় মাছের বংশবিস্তারের লক্ষ্যে প্রতিবছর তিন মাসের জন্য (পহেলা মে থেকে ৩১ জুলাই পর্যন্ত) কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধ থাকে। তবে এবার এবার পর্যাপ্ত পানি না থাকায় দুই দফায় ১৭ দিন নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ায় কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটি।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটি বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক লে. কমান্ডার তৌহিদুল ইসলাম বলেন, গত বছর কাপ্তাই হ্রদ হতে ১৭ হাজার ৮৭০ মেট্রিক টন মৎস্য আহরিত হয়। সেখান থেকে রাজস্ব আদায় হয় ১১ কোটি ৬৮ লাখ ৭৯ হাজার টাকা। ২০২২ সালে পোনা অবমুক্ত করা হয় ৬৪ মেট্রিক টন। প্রত্যাশিত মাছ আহরণের মাধ্যমে গতবারের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার কথা জানিয়েছেন বিএফডিসি।
Share.

Leave A Reply