নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়া সরকারি কলেজ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মর্তুজা মোরশেদুল আনোয়ার পিএইচ ডি ডিগ্রী অর্জন করেছেন।
চলতি বছরের ৫ মার্চ অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তাঁকে এ ডিগ্রী প্রদান করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ারুল ইসলামের তত্ত্বাবধানে তাঁর গবেষণার বিষয় ছিল “চট্টগ্রাম শহরের সমাজ, সংস্কৃতি ও রাজনীতি (১৮৬৩ – ১৯৪৭)”। ইতিপূর্বে একই বিশ্ববিদ্যালয় থেকে ২০১২ সালে এম ফিল ডিগ্রী অর্জন করেন তিনি। তিনি বাড়ি রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের আনোয়ার আলী হাফেজ বাড়ীর মরহুম এস.এম. নুরুন নবী (বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক) ও ফাতেমা বেগম চৌধুরীর দ্বিতীয় পুত্র। মর্তুজা মোরশেদুল আনোয়ারের পিএইচডি ডিগ্রী অর্জন করায় রাঙ্গুনিয়া সরকারি কলেজ শিক্ষক পরিষদ,কর্মচারী পরিষদ,ছাত্র সংসদ ও শিক্ষার্থীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
মর্তুজা মোরশেদুল আনোয়ারের পিএইচডি ডিগ্রী অর্জন
0
Share.