মিরসরাইয়ে পিকআপ ভ্যান উল্টে একজনের মৃত্যু

0

উপজেলা প্রতিনিধি।

চট্টগ্রামের মীরসরাইয়ে পিকআপ ভ্যান উল্টে একজনের মৃত্যু হয়েছে। এসময় চালকসহ আহত হয়েছেন আরও ২ জন।

বুধবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটায় মীরসরাইয়েরে ঠাকুরদিঘি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  মীরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী বলেন, চট্টগ্রামগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই গাড়িতে থাকা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গুরুতর আহত চালক ও তার এক সহকারীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Share.

Leave A Reply