মিরসরাইয়ে সাবেক চেয়ারম্যানের ওপর দুর্বৃত্তের হামলা

0
স্টাফ করেসপন্ডেন্ট |
চট্টগ্রাম: মিরসরাই উপজেলার সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিনের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।  বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে নিজামপুর কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। এসময় তার ব্যক্তিগত গাড়িও ভাংচুর করা হয়।  হামলার শিকার গিয়াস উদ্দিন  বলেন, আমার এক কর্মীর বাড়িতে রাতের গভীরে হামলা চালিয়ে দুটি মোটর সাইকেল পুড়িয়ে দেয় এবং ভাংচুর করা হয়। খবর পেয়ে সকালে আমি তার বাড়িতে যাই। ফেরার পথে নিজামপুর কলেজের সামনে আমার গাড়িতেও অতর্কিত হামলা চালানো হয়।  এদিকে, আহত গিয়াস উদ্দিনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরির্দশক (এএসআই) আলাউদ্দিন তালুকদার  বলেন, আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে ২৬ নম্বর ওয়ার্ডে পাঠিয়ে দেন। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।

Share.

Leave A Reply