হারাধন কর্মকার, রাজস্থলী :
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে দু’দিনব্যপী বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ২০২১ উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ডেয়ারিং টাইগার্স ৩০৫ পদতিক ব্রিগেড এর পরিচালনায় এবং কাপ্তাই ২৩ইষ্ট বেংগল রাঙ্গামাটি রিজিয়নের অধিনে বাঙ্গালহালিয়া আমি ক্যাম্পের পরিচালনায় আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন ২০২১ দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত ২৩ ফেব্রুয়ারী বিকালে ৩ ঘঠিকার সময় বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেন কাপ্তাই জোনের অধিনায়ক লেঃ কর্ণেল গাজী মোহাম্মদ মিজানুল হক, পিএসসি।
অনুষ্ঠানে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয় পাঁচ কিলোমিটার শফিপুর নামক এলাকা থেকে পুনরায় উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপ্তাই জোনের উপ অধিনায়ক মেজর ইয়াসির আদনান, জোন টু আই.সি.মেজর মোহাম্মদ মাহমুদ, ক্যাপ্টেন আজিজ, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক, লেঃ শিকদার সৈকত ইসলাম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক পুচিংমং মারমা, হেডম্যান প্রতিনিধি মংচিং চৌধুরী, উপজেলা মহিলা আ.লীগের সভাপতি লংবতি ত্রিপুরা, বাঙ্গালহালিয়া আমি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার শাহাদৎ হোসেন, ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, নজরুল ইসলাম, মউচিং মারমা উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, হেডম্যান কারবারিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অন্যদিকে গত ১৬ই ফেব্রুয়ারি পর্যন্ত রাজস্থলী ও বাঙ্গালহালিয়া যাত্রী ছাউনীতে বুথ স্থাপনের মাধ্যমে রেজিস্ট্রেশন করা হয়েছে। তবে ম্যারাথন দৌড়ের রেজিষ্ট্রেশন করাটি ছিলো চোখে পরার মত। বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন ২০২১ অনুষ্ঠান টি পাহাড়ি-বাঙ্গালির মিলন মেলা রূপান্তরিত হয়েছে। বাঙ্গালহালিয়া আমি ক্যাম্পের অধিনে বিভিন্ন সম্প্রদায়ের প্রায় এক হাজারের অধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন। ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে থেকে ১০জন পুরুষ ও ১০জন মহিলাকে বিজয়ী ঘোষানা করা হয় এবং তাদের মেডেল ও সার্টিফিকেট বিতরণ করা হয়।