রাউজানে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের বেদখলে থাকা ৪৪ শতক সরকারি জায়গা উদ্ধার

0
রাউজান প্রতিনিধি:

চট্টগ্রামের রাউজানে সরকারি ৪৪ শতক খাস জায়গায় অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।এসব খাস জায়গা হলদিয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও পরিবার পরিকল্পনার।রবিবার (৮ নভেম্বর) বিকালে এই উচ্ছেদ অভিযাণ পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।জানা যায়,এই স্বাস্থ্য কেন্দ্রটি চিকিৎসা সেবাই পুরস্কার পেয়েছেন জাতীয় পর্যায়ে।তবে এই স্বাস্থ্য কেন্দ্রের অর্ধেক জায়গা অবৈধভাবে স্থানীয় কয়েকজন ব্যক্তি দখল করে স্থায়ী স্থাপনা নির্মাণ গড়ে তোলেন।সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য এক মাসের সময় দিয়েছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।এই সময়ের মধ্যে তারা অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযাণ চালায়।একই সাথে স্বাস্থ্য কেন্দ্রের পিছনে প্রায় ১০শতক সরকারি খাস জায়গাও উদ্ধার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।জানা যায়, স্বাস্থ্য কেন্দ্রটির মোট জায়গার পরিমান ৯২ শতক বা ২৩ গন্ডা। তৎমধ্যে বর্তমানে আছে ৪৮শতক বা ১২ গন্ডা। বেদখলে ছিল প্রায় ৪৪ শতক বা ১১গন্ডা। স্বাস্থ্য কেন্দ্রের বেদখনকৃত জায়গা দীর্ঘদিন যাবত দখলে রাখেন ফরিদ মিয়া, রফিক মিয়া ও ফরিদা বেগম নামে তিন ব্যাক্তিদ্বয়।এ প্রসঙ্গে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন,স্বাস্থ্য কেন্দ্রের খতিয়ান ভূক্ত জায়গা দীর্ঘ দিন তারা দখল করে রেখেছিল।তাদেরকে অবৈধভাবে স্থাপনা সরিয়ে নিতে বারবার তাগাদা দেয়া হয়েছিল।কিন্তু তারা স্থাপনা সরিয়ে নেয়নি।তাই উচ্ছেদ অভিযাণ চালিয়ে সরকারি এই সম্পদ উদ্ধার করেছি।হলদিয়া স্বাস্থ্য কেন্দ্রের সুরক্ষিত করতে সীমানা প্রাচীন নির্মান করা হবে।

Share.

Leave A Reply