রাউজান প্রতিনিধি : রাউজানে মধুবনের শো রুমে এলকোহলযুক্ত হান্টার বিয়ার বিক্রির দায়ে মহিউদ্দিন (৪৫) নামে এক ব্যবসায়ীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকার অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার সন্ধ্যা ৭টায় এ দণ্ডাদেশ দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।
রাউজানে মধুবনের শো রুমে এলকোহলযুক্ত হান্টার বিয়ার : অর্থ ও কারাদণ্ড
0
Share.