রাজস্থলী প্রতিনিধি।
রাঙ্গামাটির জেলা লংগদু উপজেলাতে মাইনীমুখ নামক স্থানে আর্মীক্যাম্প কোয়ার্টারের পাশে নদীর পানিতে ভাসমানরত অবস্থায় (৩০) এক অজ্ঞাত ব্যক্তির মৃত দেহ উদ্ধার করেছে লংগদু থানার পুলিশ।
লংগদু থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম প্রতিবেদককে জানান, বৃহস্পতিবার সকালে এলাকা বাসীরা রাস্তাদিয়ে চলাচলের সময় নদীর পানি একটি মৃত দেহটি ভাসতে দেখে, তখন এলাকা স্থানীয় রা সেনাবাহিনী কে জানালে সেনা জোন থেকে থানায় খবর দিলে সাথে সাথে পুলিশ ঘটনাস্থল থেকে এক অজ্ঞাত ব্যক্তির মৃত দেহ টি উদ্ধার করেন। পরে ময়না তদন্তে জন্য রাঙামাটি জেলা মর্গে পাঠানো হয়।
এতে মৃতদেহের গায়ে একটি সবুজ চেক শার্ট, পরনে কালো জিন্স প্যান্ট ছিল। পোস্ট মর্টেমের রিপোর্ট আসলে বলা যাবে এটা হত্যা কান্ড না অন্যকিছু বলে ওসি আরিফুল ইসলাম জানিয়েছেন।