কৃষি ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে “স্ট্যান্ডার্ট চাটার্ড ব্যাংক-চ্যানেল আই” কৃষি এওয়ার্ড পেতে যাচ্ছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের ছোট ভাই রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখিবিলাস এলাকার সফল মৎস্য ও কৃষি খামারী এরশাদ মাহমুদ। তাকে খামার উদ্যোক্তা হিসেবে “পরিবর্তনের নায়ক” ক্যাটাগরিতে এই এওয়ার্ড দেওয়া হচ্ছে।
রাঙ্গুনিয়ার এরশাদ মাহমুদ পাচ্ছেন চ্যানেল আই “পরিবর্তনের নায়ক” এওয়ার্ড
0বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকালে “চ্যানেল আই” জুড়িবোর্ড তার নাম ঘোষণা করেছেন । ২০২১ সালের ৮ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন চ্যানেল আই কর্তৃপক্ষ।
Share.