নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়ার রাজানগর রাণীরহাট ডিগ্রি কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার, বঙ্গবন্ধু ম্যুরাল,বঙ্গবন্ধু গ্রন্থাগার উদ্বোধন এবং কলেজ গভর্নিং বডির সভাপতি ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদার দ্বিতীয় মেয়াদে রাজানগর ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ মার্চ) সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এম. আহছানুল করিম পীরজাদা। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। সংবর্ধিত অতিথি ছিলেন রাজানগর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন ইসলামপুর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরী, কলেজ গভর্নিং বডির সদস্য মঞ্জুর মিয়া,আ.লীগ নেতা আবু জাফর তালুকদার। বক্তব্য দেন অধ্যাপক রেজাউল করিম, মো. একরাম, কলেজ শিক্ষার্থী চিংকু থোয়াই মারমা, উম্মে হাবীবা প্রমুখ। এর আগে কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার, বঙ্গবন্ধু ম্যুরাল,বঙ্গবন্ধু গ্রন্থাগার উদ্বোধন করেন প্রধান অতিথি।
রাঙ্গুনিয়ার রাণীরহাট কলেজে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন
0
Share.