হেফাজত নেতা মামুনুল হকের রিসোর্টকাণ্ডে তার সমর্থকদের হাতে রাঙ্গুনিয়ায় নিহত আওয়ামী লীগ নেতা মহিবুল্লাহ হত্যা মামলার এজাহারভুক্ত চারজনসহ আরো ছয় আসামীকে গ্রেপ্তার করেছে রাঙ্গুনিয়া থানা পুলিশ।
বুধবার (১৯ মে) দিবাগত রাতে হত্যা মামলাটির তদন্ত কর্মকর্তা শিলক তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক মুজিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ রাঙ্গুনিয়ার শিলক ও কোদালা ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গেপ্তার করা হয় বলে জানান থানার ওসি মাহবুব মিল্কি।
আটককৃতরা হলেন- হত্যা মামলার এজাহারভুক্ত আসামী মো. ডালিম, মো. ফরহাদ, মো. শওকত, মো. আইয়ুব মেসি। ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. সিরাজুল ইসলাম সিরাজ, ও মো. আরাফাতকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই কোদালা ইউনিয়নের বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা এবং ছাত্রদল যুবদলের রাজনীতির সাথে জড়িত।
থানার ওসি মাহবুব মিল্কি জানান, গত ৩ এপ্রিল রাত ৮টার দিকে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি রিসোর্টে নারীসহ অবরুদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়লে রাঙ্গুনিয়ার কোদালায় বিক্ষোভ মিছিল বের করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল থেকে লাঠিসোটা নিয়ে বেধড়ক মারধর করা হয় ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ মুহিব্বুল্লাহ, যুবলীগ নেতা আবদুল জব্বার ও দিলদার আজম লিটনকে। মুহিবুল্লাহর মাথায় ও শরীরে মারাত্মকভাবে আঘাতের কারণে চিকিৎসাধীন অবস্থায় ৬ এপ্রিল মৃত্যু ঘটে। এঘটনায় জড়িত অন্যান্য আসামীদেরও ধরতে পুলিশ তৎপর রয়েছে। #