রাঙ্গুনিয়ায় করোনা আক্রান্ত হয়ে প্রবাসীর মৃত্যু

0

নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়ায় করোনা আক্রান্ত হয়ে সাদ্দাম হোসেন (৩০) নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুন) সকালে চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে মারা যান তিনি। বিকাল ৩ টার দিকে নিজ গ্রামে তাঁকে দাফন করা হয়েছে। সাদ্দামের বাড়ি উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের সোনারগাঁও গ্রামে। এক মাস আগে তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে ফিরেছেন। করোনা উপসর্গ থাকায় নমুনা পরীক্ষা করতে দিলে করোনা পজিটিভ আসে। পরে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে হাসপাতালে ভর্তি করালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা বিষয়ক ফোকাল পারসন ও মেডিক্যাল অফিসার মো. মেজবাহ উদ্দিন আহমেদ ফাহিম বলেন, “ করোনা উপসর্গ থাকায় ১০ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন সাদ্দাম হোসেন। পরদিন তাঁর অবস্থা অবনতি হলে তিনি চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলে বুধবার (২৩ জুন) সকালে মারা যান তিনি। ”
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, রাঙ্গুনিয়ায় এই পর্যন্ত ২ হাজার ৬৪০টি নমুনা সংগ্রহ করে বিআইটিআইডি’তে পাঠানো হয়। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ২ হাজার ৫৬৩ জনের। তাঁদের মধ্যে পজিটিভ ৫১৫ জন। মৃত্যু হয়েছেন ১২ জনের, সুস্থ হয়েছেন ৪২৪জন। বাড়িতে আইসোলেশনে আছেন ৮০ জন। হোম কোয়ারেন্টিনে আছেন ২৪০ জন। উপজেলায় করোনা রোগী ও মৃত্যুর হার উর্ধ্বমুখী জানালেন উপজেলা স্বাস্থ্য বিভাগ। প্রতিবেদন- আব্বাস হোসাইন আফতাব

Share.

Leave A Reply