রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ ও বিতরণ উপলক্ষে রোববার (২৯ আগস্ট) সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি থেকে ঢাকা থেকে ভার্চ্যুয়ালী সংযুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফতেখার ইউনুস। উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খাঁন নুরুল ইসলাম, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম চিশতি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম তালুকদার, রাঙ্গুনিয়া ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার খায়রুল বশর , রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার প্রমুখ। শেষে উপজেলার ৭৮টি প্রাতিষ্ঠানিক জলাশয়ের জন্য ৩৭৮ কেজি পোনামাছ ও ৪৮ জন উদ্যোক্তাদের মাঝে সাড়ে ৬৪ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়।
বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, “ বাংলাদেশ ধান উৎপাদনে পৃথিবীতে তৃতীয়, মাছ উৎপাদনে চতুর্থ, সবজি উৎপাদনে চতুর্থ-কিংবা পঞ্চম, আলু উৎপাদনে সপ্তম অবস্থানে। এসব সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নানাবিধ যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করার কারণে। মৎস্যপোনা প্রতিবছর সারাদেশব্যাপী অবমুক্ত করা হয়। এর ফলে মাছের উৎপাদন প্রচুর বৃদ্ধি পেয়েছে। মাছ এখন অত্যন্ত সহজলভ্য।”
রাঙ্গুনিয়ায় জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ ও বিতরণ
0
Share.