রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়া উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সৈয়দবাড়ি মৌলভী ছাবের আহমদের বাড়িতে বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. এনামুল হক, কমিউনিটি হেল্থ প্রোভাইডার (সিএইচসিপি) ইমরান হোসেন, পরিবার কল্যাণ সহকারি বাবলী বড়–য়া, আফরিন সুলতানা, পরিবার পরিকল্পনা বিভাগের পেইড পিয়ার ভলান্টিয়ার (পিপিভি) সুমী বড়–য়া, রোকেয়া বেগম। বৈঠকে পরিকল্পিত পরিবার ও পরিবার পরিকল্পনা পদ্ধতি, করোনাভাইরাস বিষয়ক সচেতনতা, বয়ঃসন্ধিকালীন সেবা ও বাল্যবিবাহের কুফল, স্বাভাবিক এবং প্রাতিষ্ঠানিক প্রসব সেবা, মা ও শিশু স্বাস্থ্য, পুষ্টি সেবা, গর্ভকালীন সেবা, প্রজনন স্বাস্থ্য সেবা, কিশোর-কিশোরী ও মাতৃস্বাস্থ্য নিয়ে আলোচনা করা হয়।
রাঙ্গুনিয়ায় পরিবার পরিকল্পনা বিভাগের উঠান বৈঠক
0
Share.