রাঙ্গুনিয়ায় প্রতিপক্ষের গুলিতে সন্ত্রাসী মুফিজ নিহত

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রতিপক্ষ সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি করে খুন করেছে মো. মুফিজ (৪৫) নামে এক সন্ত্রাসীকে। তিনি উপজেলার সরফভাটা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড গঞ্জম আলী সরকার বাড়ির আবদুর রহমানের ছেলে। শুক্রবার (৯ এপ্রিল) বিকাল ৩টার দিকে নিহত মুফিজের বাড়ির সামনে এই ঘটনা ঘটে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকান্ড হয়েছে ধারনা করছে পুলিশ। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ঘটনাস্থল থেকে দুটি মোটরবাইক জব্দ করেছে। চট্টগ্রাম জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, “দুই জন অজ্ঞাত সন্ত্রাসী মোটরসাইকেল করে মুফিজের বাড়ির সামনে এসে দুটি গুলি করে পালিয়ে যায় । পালানোর সময় তাঁরা মোটরসাইকেল দুটি ফেলে রেখে যায়।
নিহত মুফিজের স্ত্রী লাভলী আকতারের দাবি, “ একই এলাকার সন্ত্রাসী কামাল ও তাঁর ভাই তোফায়েলসহ কয়েকজন যুবক দুটি মোটরসাইকেল করে এসে প্রকাশ্যে মুফিজকে গুলি করে।”
রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহাবুব মিল্কী বলেন, “ নিহত মুফিজের বিরুদ্ধে ডাকাতি, মারামারি ও অস্ত্র আইনে ৫টি মামলা রয়েছে। একটি মামলায় সে ৫ বছর জেলে ছিল। পরে জামিনে বেরিয়ে আসে। অভিযুক্ত তোফায়েল ও কামালের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, মারামারিসহ ৮ থেকে ৯টি মামলা রয়েছে। এর আগে দুই গ্রুপের পাল্টাপাল্টি বিরোধে একাধিক খুন হয়। পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে, ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে দুটি মোটরসাইকেল।”
এই ব্যাপারে সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, জব্দ করা মোটরসাইকেলের সূত্র ধরে হত্যাকারীদের সহজে চিহ্নিত করা যাবে। হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আাওতায় আনলে এলাকায় স্বস্তি ফিরে আসবে। ”

Share.

Leave A Reply