রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচন : আ.লীগের মনোনয়ন পেলেন শাহজাহান সিকদার

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র মো. শাহজাহান সিকদার। শনিবার(৩০ জানুয়ারি) দুপুরে আ.লীগ নেতা মো. শাহজাহান সিকদার দলীয় মনোনয়ন পাওয়ার বিষয় নিশ্চিত করেছেন। মো. শাহজাহান সিকদার চট্টগ্রাম উত্তরজেলা আ.লীগের সাবেক ধর্ম বিষয়ক সস্পাদক। বিগত রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে নির্বাচন করে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন মো. শাহজাহান সিকদার।
দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়া বর্তমান মেয়র মো. শাহজাহান সিকদার বলেন, ” তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি মহোদয়ের ঐকান্তিক সহযোগিতায় পৌরভার উন্নয়নে ব্যাপক কাজ করেছি। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় জনগন নির্বাচনে আমাকে রায় দেবেন আশা করছি। বিগত দিনে মানুষের জন্য কাজ করেছি ভবিষ্যতেও এলাকার মানুষের জন্য কাজ করে যাব। ”
এদিকে আ.লীগ নেতা মো. শাহজাহান সিকদার দলীয় মনোনয়ন পাওয়ায় উপজেলা আ.লীগ ও অঙ্গ সংগঠন অভিনন্দন জানিয়েছেন।

Share.

Leave A Reply