রাজস্থলী প্রতিনিধি:
শুক্রবার (১৮ জুন) সকাল সাড়ে আটটার দিকে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া শফিপুর নামক আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত উক্যাচিং মারমা বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের শংকর মংবাচিং মারমার মেয়ে।সে চিৎমরম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী বলেন জানা যায়
বিষয়টি নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন সকালে মোটরসাইকেল ও চাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষে একজন ছাত্রী নিহত ও দুইজন আহত হয়েছে এই ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত মিশন হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নবম শ্রেণির ছাত্রী উক্যাচিং মারমাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, এই শিক্ষার্থীর মৃত্যুতে তার সহপাঠীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।