রাজস্থলীতে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালিত

0
হারাধন কর্মকার রাজস্থলী।
রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে “কোভিড-১৯ এবং স্বাস্থ্য সুরক্ষা” এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যয় উপজেলা পর্যায়ে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালিত হয়েছে।  ৩০শে নভেম্বর সোমবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলা গণমিলনায়তনে উদ্বোধনী, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, ওসি মফজল আহম্মদ খাঁন, উপজেলা কৃষি কর্মকর্তা হাসিবুল হাসান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ তৌহিদুল ইসলাম, বাঙ্গালহালিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ফরিদ মিয়া, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার বিভীষন চাকমা, তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম পাটোয়ারী, উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল হোসেন সহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনীর ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কলেজ, উচ্চ বিদ্যালয় ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মিলে ৭টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে প্রতিষ্ঠান গুলোর মধ্যে থেকে পুরুস্কার বিতরণ করা হয়েছে। এতে কলেজ পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছেন রাজস্থলী সরকারি কলেজ এবং স্কুল পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছেন রাজস্থলী উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়।
Share.

Leave A Reply