রামগড় পৌর মেয়রের দুই ভাইকে গুলি ও কুপিয়ে জখম

0

রামগড় প্রতিনিধি।

পারিবারিক দ্বন্দ্বে খাগড়াছড়ির রামগড় পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা কাজী শাহজাহান রিপনের দুই সহোদর কাজী শাহেদ ও কাজী শিপনকে  গুলি ও কুপিয়ে আহত করা হয়েছে।

গুরতর আহত দুইজন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রোববার রাত পৌনে ৯টার দিকে রামগড় উপজেলার সোনাইপুলস্থ মেয়র রিপনের বাড়িতে এ ঘটনা ঘটে।

এদের মধ্যে কাজী শাহেদ পায়ে গুলি ও কাজী শিপনের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share.

Leave A Reply