লাগাম নেই সবজির দামে

0
নিউজ ডেস্ক
চট্টগ্রাম নগরের কাঁচাবাজারে লাগামহীন হয়ে উঠেছে সবজির দাম। আলু থেকে বরবটি- সব সবজির দাম ঊর্ধ্বমুখী।
ক্রেতাদের অভিযোগ, প্রান্তিক চাষিরা কম দামে সবজি বিক্রি করলেও খুচরা বাজারে তা কয়েকগুণ বাড়িয়ে বিক্রি করছেন বিক্রেতারা। তবে বিক্রেতারা বলছেন, পর্যাপ্ত সরবরাহ থাকলেও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় এবং সবজি নষ্ট হওয়ার কারণে তারা বেশি দামে বিক্রি করতে ‘বাধ্য’ হচ্ছেন।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে নগরের চকবাজার ও কাজির দেউড়ি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি বেগুন ৭০-৯০ টাকা, বরবটি ৭০ টাকা, তিতকরলা ১০০ টাকা, চিচিঙা ৯০ টাকা, ঢ্যাঁড়স ৭০-৮০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, শসা ৮০ টাকা, টমেটো ৯০ টাকা, লাউ ৪০ টাকা, কাঁচা পেঁপে ৪০ টাকা, আলু ৪৫ টাকা, ছোট কচু ৫০ টাকা,  ঝিঙে ৯০ টাকা, শিম ১০০ টাকা, ফুলকপি ৭০-৮০ টাকা, বাঁধাকপি ৬০ টাকা, গাজর ৮০ টাকা, কাঁচামরিচ ১২০-১৫০ টাকা।

এদিকে শুধু সবজি নয়, মাছের দামও হাঁকা হচ্ছে বেশি। ইলিশ মাছ কেজি ৩০০-৬৫০ টাকা, রূপচাঁদা ৫৫০ টাকা, কাতাল ২০০ টাকা, লইট্যা ৮০-১০০ টাকা, রুই ১৫০-২০০ টাকা, চিংড়ি ৪০০ টাকা, বাটা মাছ ২০০ টাকা, শিং ৫০০ টাকা, কৈ ৪৫০ টাকা, পাঙ্গাস ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

প্রতিকেজি গরুর মাংস হাড়ছাড়া ৬৫০ টাকা, হাড়সহ ৫৫০ টাকা, খাসি প্রতিকেজি ৮০০ টাকা, ব্রয়লার মুরগি ১৩০ টাকা, সোনালি  মুরগি ২০০ টাকা ও লেয়ার মুরগি ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

Share.

Leave A Reply