শাহ আমানত বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ

0

স্টাফ রিপোর্টার ।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ করেছেন কাস্টমস গোয়েন্দা ও কাস্টম হাউজের কর্মকর্তারা। 

বিষয়টি চট্টগ্রাম নিউজকে নিশ্চিত করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তারা।

আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে আরব আমিরাতের আবুধাবি থেকে বাংলাদেশ বিমানের বিজি১২৮ ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটটি ল্যান্ড করার পরপরই তল্লাশি শুরু করে কাস্টমস গোয়েন্দারা। এখন পর্যন্ত বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে, চলছে গণনাও।

Share.

Leave A Reply