শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ কেজি ৩৩৬ গ্রাম ওজনের ৪৬ পিস স্বর্ণের বার জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫ লাখ ৪৪ হাজার টাকা।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিমানবন্দরে অভিযান চালিয়ে একটি গাড়ির চাকার ভেতর লুকানো অবস্থায় এসব স্বর্ণের বার উদ্ধার করে এনএসআই ও কাস্টমস।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিসিং এরিয়ায় (জিএসই) অভিযান চালানো হয়। এ সময় একটি চাকার ওজন বেশি মনে হওয়ায় সেটি খুলে দেখা হয়। যাতে স্বর্ণের বারগুলো লুকানো ছিল।