চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে পড়ে থাকা অবস্থায় এক যুবকের লাশ পাওয়া গেছে।
রোববার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চরতি ইউনিয়নে ৪নং ওয়ার্ডের রাস্তা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে সাতকানিয়ার থানার এসআই জাকির হোসেন জানান।
তিনি বলেন, সড়কে মরদেহ পাওয়া যুবকটির নাম ইকবাল হোসেন (২২)। তিনি ওই এলাকার বাসিন্দা। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
এসআই জাকির বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।