সাত প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআইয়ের মামলা

0

চট্টগ্রামে ভেরিফিকেশন সনদ ছাড়া ওজন যন্ত্রের ব্যবহার ও  লাইসেন্স নবায়ন ব্যতীত নিম্নমানের আয়োডিনযুক্ত লবন উৎপাদন করায় ৭ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বিএসটিআই। আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিএসটিআই ও কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব)  সমন্বয়ে  অভিযান পরিচালনার মাধ্যমে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান বিএনটিআইয়ের সহকারী পরিচালক মোস্তাক আহমেদ।

মোস্তাক আহমেদ জানান, নগরীর হালিশহর থানা এলাকায়  মেসার্স ফুড ভ্যালি, মা পল্ট্রি সেলস সেন্টার, জাবেদের গরুর মাংসের দোকান, মোহাম্মদীয়া মাংস বিতান, হোসেন স্টোর, আকিব চৌধুরী স্টোরসহ  প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিএসটিআই মোড়ক নিবন্ধন সনদ বিহীন মোড়কজাতকৃত পণ্য বিক্রয় এবং ভেরিফিকেশন সনদ ব্যতীত ওজন যন্ত্রের ব্যবহারের অপরাধে ৬ টি  মামলা দায়ের করা হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে।

এছাড়া অভিযানে নগরীর বাকলিয়ার রাজাখালীতে মেসার্স হারুন সল্ট ক্রাশিং ফ্যাক্টরির বিরুদ্ধে বিএসটিআই এর লাইসেন্স নবায়ন ছাড়া নিম্নমানের আয়োডিনযুক্ত লবন উৎপাদন, বিক্রয়, বিতরণ ও সংরক্ষণ করার অপরাধে  অপর একটি দায়ের করা হয়েছে।

Share.

Leave A Reply