সীতাকুণ্ড প্রতিনিধি :
চট্টগ্রামের সীতাকুণ্ডে চার বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টাকালে এক বখাটেকে আটক করে পুলিশে তুলে দিয়েছে প্রতিবেশিরা। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগির মা।
থানা সূত্রে জানা যায়, সীতাকুণ্ড পৌরসভার ১নং ওয়ার্ডের অন্তর্গত নুনাছড়া এলাকার অস্থায়ী বাসিন্দা মোঃ ইলিয়াছের ছেলে মোঃ ইকরাম হোসেন (১৯) বুধবার দুপুর আনুমানিক ২টার দিকে তার এক প্রতিবেশির বাড়িতে যায়। এসময় প্রতিবেশির স্ত্রী গোছল করতে গেলে সামনে খাটে ঘুমিয়ে থাকা তার ৪ বছর বয়সী শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা চালায়। গোছল থেকে বের হয়ে মেয়েকে ধর্ষণের চেষ্টারত অবস্থায় ইকরামকে দেখে মেয়েটির মা চিৎকার শুরু করলে সে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় এলাকাবাসীরা ঘটনাস্থলে এসে সব শুনে তাকে ধরে নিয়ে এসে পুলিশে খবর দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে শিশুটির মা বাদী হয়ে বৃহস্পতিবার সীতাকুণ্ড থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন। সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আমরা আসামিকে কোর্ট হাজতে প্রেরণ করেছি।