নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শিক্ষাবিদ সৈয়দ আহাম্মদ তালুকদার বি.কম এর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল রাঙ্গুনিয়ার আলম শাহ পাড়া কামিল বিশ্ববিদ্যালয় মাদ্রাসা সংলগ্ন মসজিদে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার। প্রধান অতিথির বক্তব্য দেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার। বিশেষ অতিথি ছিলেন চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর, লালানগর ইউপি চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন, আলমশাহ পাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মীর মোহাম্মদ জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ, লালানগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা বাবুল, দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, শিক্ষক মাওলানা মো. ইসমাঈল, মাওলানা মো. হারুন প্রমুখ। দোয়া মাহফিল শেষে মরহুমের রূহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার।##
সৈয়দ আহাম্মদ বি.কম এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
0
Share.