নগরীতে স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগে দায়েরকৃত মামলায় স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আমিরুল ইসলাম মঙ্গলবার (১৫ ডিসেম্বর) এ রায় দেন। দণ্ডিত স্বামীর নাম মো. মাসুদ (৩০)। পোশাককর্মী স্ত্রী হমিদাকে নিয়ে তিনি নগরীর চকবাজারের মোহাম্মদ আলী শাহ লেইনে ভাড়া বাসায় থাকতেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৪ এপ্রিল সকাল পৌনে ৮টার দিকে কারখানায় যাওয়ার সময় মাসুদের সঙ্গে হামিদার ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে মাসুদ তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করে লাশ বাথরুমে ফেলে রাখে। প্রতিবেশিদের হৈচৈ শুনে বাড়ির কেয়ারটেকার ইসহাক বের হয়ে মাসুদকে পালানো অবস্থায় দেখতে পান। এ সময় স্থানীয়রা হামিদার রক্তাক্ত লাশ বাথরুমে কমোডের ওপর পড়ে থাকাবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে মাসুদকে চকবাজার কাঁচাবাজারের সামনে ধরে ফেলেন। এরপর তাকে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় কেয়ারটেকার ইসহাক বাদি হয়ে মাসুদের বিরুদ্ধে মামলা করেন।
অভিযোগপত্রের বরাতে আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ মাসুদ জানান, ওই মামলায় পুলিশ তদন্ত শেষে অভিযোগপত্র দাখিলের পর ২০১৫ সালের ১৯ মার্চ আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। রাষ্ট্রপক্ষ মোট ১৫ সাক্ষীর মধ্যে ১০ জনকে আদালতে উপস্থাপন কর। আদালত আসামি মাসুদের উপস্থিতিতে রায় ঘোষণা করলে তাকে কারাগারে ফিরিয়ে নেয়া হয়।