মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে শিশুমেলা স্কুল মাঠে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী করা হয়। পরে উপজেলা অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা ও আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, নারী ভাইস চেয়ারম্যান এডভোকেট আয়েশা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.দেব প্রসাদ চক্রবর্তী, রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিলকী, মুক্তিযোদ্ধা কমান্ডার খাইরুল বশর মুন্সি প্রমুখ। শেষে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীতে অংশ নেওয়া শিক্ষার্থীদের নৈপূণ্যের ভিত্তিতে পুরস্কার তুলে দেওয়া হয়।
স্বাধীনতা দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের কর্মসূচি
0
Share.