হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারীতে ১ হাজার ৫ লিটার চোলাই মদসহ মো, রুবেল (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে মদুনাঘাট পুলিশ ফাঁড়ি। তাছাড়া চোলাইমদ বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়।
মঙ্গলবার ভোর রাতে কপ্তাই মহাসড়কের নজুমিয়ারহাট এলাকা থেকে চোলাইমদসহ একটি ট্রাক আটক করা হয়। আটককৃত রুবেল রাঙ্গুনিয়া থানার মঘাইছড়ি এলাকার ওসমারের পুত্র বলে জানা গেছে।
মদুনাঘাট পুলিশ ফাঁড়ির ( ওসি) মোঃ সোহরাওয়ার্দী
বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই মহাসড়কের নজুমিয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক (চট্টমেট্রো- ট- ১১-৫৮১৯) আটক করা হয়।
এসময় ট্রাকটি তল্লাশি চালিয়ে ৭৫ বস্তায় ১৫০০ লিটার চোলাইমদসহ রুবেলকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতকে মঙ্গলবার কোট হাজতে প্রেরণ করা হয় বলে তিনি