হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া তিন নবজাতকই সুস্থ আছে

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি
চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে মিথাইনু মারমা (২৩) নামের এক নারীর একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে গিয়ে দেখা যায়, নবজাতক তিনটি সুস্থ রয়েছে। তবে বাচ্চা তিনটি এখনো হাসপাতালের বিদেশী বিশেষজ্ঞ গাইনী চিকিৎসক লিবি ঈগল’র তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। মিথাইনু মারমা কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আমতলী এলাকার চাচিংহ্লা মারমার স্ত্রী। এক সঙ্গে তিন সন্তান জন্মের খবরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হাসপাতালে তাদের দেখতে প্রতিদিন উৎসুক জনতা ভিড় করছে।
হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং জানান, গত মঙ্গলবার ভোরে শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল মিথাইনু মারমা। একইদিন সকাল সাড়ে ৭টার দিকে তার ব্যাথা উঠলে শারীরিক অবস্থা দেখে তার অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে হাসপাতালের গাইনী চিকিৎসক গাইত্রি চাকমার তত্ত্বাবধানে অপারেশন করানো হলে একে একে জন্ম নেয় তিনটি কন্যা শিশু। জন্ম নেওয়ার পর বাচ্চা তিনটির ওজন যথাক্রমে ১২০০, ১৬০০ ও ১৮৫০ গ্রাম পাওয়া যায়। এখন বাচ্চা ও তাদের মা অনেকটা সুস্থ রয়েছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, “অপারেশনের মাধ্যমে একসাথে তিন সন্তানের প্রসব করানোর বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলেও, হাসপাতালে কর্মরত বিদেশী বিশেষজ্ঞ গাইনী চিকিৎসকের মাধ্যমে আমরা তা সফলভাবে প্রসব করাতে সক্ষম হয়েছি।”
মিথাইনু মারমার শাশুড়ি চিৎমরম ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্যা অংমা খাইন মারমা জানান, আমরা প্রথমে আলট্রাসনোগ্রাফি করেছিলাম। তখন তার ২টি সন্তান দেখা গেছে। তবে আমরা তিন সন্তান পেয়ে অত্যন্ত খুশি। তার ২ বছরের আরও একটি ছেলে সন্তান রয়েছে।”

Share.

Leave A Reply