চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন শাহ আমানত সেতু এলাকায় লবণের একটি ট্রাকে তল্লাশি চালিয়ে সাড়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ চালক ও হেলপারকে আটক করেছে র্যাব।
আজ সোমবার (১৬ নভেম্বর) সকাল ৭টা ২০মিনিটের দিকে এ অভিযান চালানো হয়। এসময় ইয়াবা পরিবহনের ব্যবহৃত লবণ বোঝাই ট্রাকটিও জব্দ করা হয়।
আটক দুজন হলেন, চালক শহিদুল ইসলাম (৪৪) ও হেলপার আরমান আলী (২২)। তারা দুজনই কক্সবাজারের বাসিন্দা।