টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে ৬৫ হাজার পিস ইয়াবাসহ মোস্তাক মিয়া (২৫) নামে এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) রাতে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ সংলগ্ন সীবিচ রোড সংলগ্ন নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য প্রায় এক কোটি ৯৫ লাখ টাকা।আটক মাদক পাচারকারী ওই এলাকার মৃত মো. আবু বক্করের ছেলে।মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর টেকনাফ জোন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর টেকনাফ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল। তিনি জানান, তার নেতৃত্বে অভিযান চালিয়ে পাঁচ হাজার পিস ইয়াবাসহ মোস্তাককে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে টেকনাফ সদরের নাজিরপাড়া এলাকার এখলাস মিয়ার ছেলে হারুন রশীদের বাড়িতে অভিযান চালিয়ে আরও ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার ইয়াবাসহ আটক মাদক পাচারকারী মোস্তাক এবং টেকনাফ সদরের নাজিরপাড়া এলাকার হারুনুর রশীদকে পলাতক আসামি করে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা করা হবে।
তিনি আরও বলেন, ‘মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ইতোপূর্বে গত ২৭ নভেম্বর টেককনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে সাড়ে ৫৭ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছিল। এসব পাচারকারীরা আদালতে মাদকের বিষয়ে জবানবন্দি দিয়েছে, যা টেকনাফে প্রথম।’